 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
নিউজ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ইফতারের আগ মুহূর্তে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ বোর্ডপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় আরিফ হোসেন (৪০) নিজ ঘরের ফ্যানের সুইচ অন করার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে তার গায়ে ওপর পড়ে। এ সময় স্ত্রী নুপুর খাতুন (৩২) তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আরিফ হোসেনের মামাতো ভাই প্রতিবেশি আব্দুল গনি (২৫) গুরুতর আহত হন। তাকে কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। পিয়ারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক।