 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
কুষ্টিয়া: বুয়েট ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই ফায়াজকে মা'রধ'র করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আজ বুধবার বুয়েট ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম আবরারদের বাড়ি কুষ্টিয়ায় গেলে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘ'র্ষ বাধে। এসময় আবরারের ছোট ভাইসহ আহ'ত হন তিনজন।
জানা যায়, বুয়েট ভিসি শুধুমাত্র আবরারের কবর জিয়ারত করতে পেরেছেন। তিনি আবরারের বাড়িতে ঢুকতে পারেননি। বিক্ষু'ব্ধ এলাকাবাসী তাকে বাধা দেন। এসময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘ'র্ষ হয়।
এসময় আবরারের ছোট ভাই ফায়াজ, তার ফুপাতো ভাইয়ের স্ত্রী ও আরও একজন নারী আহ'ত হন বলেও তিনি জানান।এর আগে সকালে ছাত্রলীগ নেতাদের পি'টুনিতে মা'রা যাওয়া বুয়েট ছাত্র আবরারকে দাফনের এক দিন পর কুষ্টিয়ায় তার বাড়ির উদ্দেশে যান ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকার করে বলেন, আবরারের বড় ভাই ভিসি সাহেবকে শারী'রিকভাবে লা'ঞ্ছিত করতে হাত তুলেছিলেন। মোস্তাফিজ (অ্যাডিশনাল এসপি, ডিএসবি) সেটা ঠেকি'য়েছেন। এটাই তার অপ'রাধ।
পুলিশ যেন ভি'ক্টিমা'ইজ না হয়, সেজন্য আমরা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরক্তি জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), উপজেলা চেয়ারম্যানসহ ভিসি সাহেবের সাথে ওই স্থানে যাই। এরপরও এমন একটা অভিযোগ কেন উঠলো। বুঝতে পারলাম না।তথ্য সূত্র: কালের কণ্ঠ