নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ইলেকট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কতিপয় নেতারা পিটিয়ে হ'ত্যা করে।
এদিকে আবরার ফাহাদের বাড়িতে ছেলে হারানোর শোকে এখনও বিলাপ করছেন তার মা রোকেয়া খাতুন। রোকেয়া খাতুন বললেন, ‘আমি নিজ হাতে জামা ইস্ত্রি করে ছেলেকে গাড়িতে তুলে দিলাম। রুটি বানিয়ে মাংস রান্না করে দিয়েছিলাম। ওরা আমার ছেলের সেই খাবারটুকুও খেতে দেয়নি। ঘণ্টার পর ঘণ্টা ধরে নি'র্ম'মভাবে পি'টিয়ে হ'ত্যা করেছে। আমি এর বিচার চাই।’
আমি আমার ছেলেকে বলেছিলাম বাবা তুমি বিসিএস দিয়ে ডিসি হবা। মানুষ আমাকে বলবে ডিসি সাহেবের মা। এ কথা শুনে আমার আবরার বলেছিল মা তুমি আমার কাছে সবসময় এত কম চাও কেন। এরপরে আমি আর ছেলের কাছে জীবনে কিছুই চাইনি।
শুধু বলেছিলাম, মানুষ হও নামাজ কাজা করবা না। কারও সঙ্গে খারাপ ব্যবহার করবা না। আমার ছেলে কারও দিকে তাকিয়ে কথা বলতো না। মাথা নিচু করে রাস্তায় চলতো। সেই সোনার টুকরা ছেলেকে ওরা মে'রে ফেললো। যারা আমার ছেলেকে বুয়েট ছাড়া করেছে আমি তাদেরকে বুয়েট ছাড়া দেখতে চাই। ফাঁসির মঞ্চে দেখতে চাই।