ড. নুরুন নাহারই প্রথম
কুষ্টিয়া : আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নুরুন নাহারকে আইন ও শরিয়াহ অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, যিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রথম নারী ডিন।
এ প্রথম অনুষদীয় সর্বোচ্চ পদ ডিন হিসেবে দায়িত্ব পালনের জন্য নারীকে নিয়োগ দেয়া হলো। ২১ ডিসেম্বর তিনি ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার তাকে এ পদে নিয়োগ দেন।
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর আইন ও শরিয়াহ অনুষদের ডিন হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. নুরুন নাহারকে নিয়োগ দেয়া হয়। আগামী দুই বছরের জন্য আইন ও শরিয়াহ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন তিনি।
অধ্যাপক ড. নুরুন নাহার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদ্য অনুষ্ঠিত নির্বাচনে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। মানবিক আইন, টর্ট আইন ও সাইবার আইন গ্রন্থের প্রণেতা তিনি।
ড. নুরুন নাহার গণমাধ্যমকে বলেন, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে আমাকে নিয়োগ দেয়া হয়েছে। আমি তা সঠিকভাবে পালনের চেষ্টা করব।
২২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
�