কুষ্টিয়া: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি ৭ মাস বয়সী এক শিশুকে করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। শিশুটির বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে আসে। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মোসা. নূরুন-নাহার বেগম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মোসা. নূরুন-নাহার বেগম জানান, গত ২৩ মার্চ শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। ওই সময় তার জ্বর, ঠান্ডা, কাশি ছিল। সে সময় শিশু ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয় শিশুটিকে। এ কয়দিন তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল। শিশুটির অবস্থা আজ অবনতির দিকে গেলে করোনাভাইরাসের সং'ক্রমণ সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, হাসপাতালে ভর্তির দিন শিশুটির পরিবারের সদস্যরা জানিয়েছিল- তাঁদের কেউ বিদেশে থেকে আসেনি বা প্রবাসী কারও সংস্পর্শে যাননি কেউ।
আজ বৃহস্পতিবার সকালে শিশুটির অবস্থা অবনতির দিকে গেলে চিকিৎসকেরা ওই পরিবারের সদস্যদের আবারও জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই পরিবারের এক আত্মীয় জানান, শিশুটির বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে আসে। তিনি পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে ছিল। এ তথ্য জানার পর শিশুটিকে আইসোলেশনে নেওয়া হয়।
বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তারা নমুনা সংগ্রহ করে পরীক্ষা করবে। এরপর বলা যাবে শিশুটি করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত কিনা। কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, ওই পরিবারের সব সদস্যকে কোয়ারেন্টাইনে নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের বাড়িটিতে পাহারা বসানো হবে।