বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ১২:০৯:১৩

'ভদ্র ভাষায় বোঝানোর দিন শেষ, এখন আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত হতে হবে'

'ভদ্র ভাষায় বোঝানোর দিন শেষ, এখন আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত হতে হবে'

কুষ্টিয়া থেকে : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেছেন, নম্র-ভদ্র ভাষায় বুঝিয়ে বলার দিন শেষ। এখন একটু শ'ক্ত হতে হবে। শক্ত অবস্থান নিলে মানুষ ঘরে থাকবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে শ'ক্ত ভূমিকা রেখে ক'ঠো'র অবস্থানে থাকতে হবে।

বুধবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় এসব কথা জানান তিনি। হানিফ বলেন, ত্রাণের চাল চুরির দায়ে দোষী ব্যক্তিরা ভবিষ্যতে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। যারা একবার অভিযুক্ত হয়েছেন বা অপরা'ধী হিসেবে শা'স্তি পেয়েছেন। তারা যাতে ভবিষ্যতে নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সে ব্যাপারে সংসদে আইন করার চেষ্টা করা হবে।

তিনি বলেন, অসহায় মানুষের ত্রাণের এক ছটাক চাল নিয়েও কোনো অনিয়ম বরদা'স্ত করা হবে না। যদি কারও বি'রু'দ্ধে এমন অভিযো'গ উঠে এবং তদ'ন্তে প্রমাণিত হয়, তাহলে তাকে ভ্রাম্যমাণ আদালতে সর্বোচ্চ শা'স্তি দেয়া হবে। আর চাল চু'রিতে দলের কেউর যদি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাকে তাৎ'ক্ষ'ণিকভাবে দল থেকে স্থায়ী ব'হি'ষ্কার করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে