কুষ্টিয়া প্রতিনিধি : পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য প্রফেসর ড. শাহীনুর রহমান। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি রোববার বেলা ১১টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফের কাছে পদত্যাগপত্র জমা দেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ। তিনি বলেন, উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও (ইউজিসি) ফ্যাক্স যোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ইবি উপাচার্য আবদুল হাকিমসহ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষামন্ত্রীর পিএসেরর কাছেও পদত্যাগপত্রের অনুলিপি পাঠিয়েছেন।
মোবাইলে ফোনে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে প্রফেসর ড. শাহীনুর রহমান বলেন, তিনি প্রশাসনিক কাজ ছেড়ে ইংরেজি বিভাগে যোগ দিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করতে চান। কারো সাথে কোনো দ্বন্দ্বে পদত্যাগ করেনি তিনি।
উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার বলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. শাহীনুর রহমানের পদত্যাগপত্র পেয়েছি। এটি অনুমোদন দেয়া হয়েছে কি না জানা নেই।
১০ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম