বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:১১:৫৯

আল্লাহর কাছে তওবা করতে হবে : ইনু

 আল্লাহর কাছে তওবা করতে হবে : ইনু

কুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ১৬ কোটি মানুষের দেশে দু'একজন অন্যায়-অপরাধ করে।  সেই রকম প্রশাসনের ভেতরেও কেউ কেউ অপরাধ করে।  এটা কোনো সামগ্রিক চিত্র না। এটা বিচ্ছিন্ন ঘটনা।  এমন ঘটনা দিয়ে পুলিশ প্রশাসনকে মূল্যায়ন করা উচিত নয়।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে দুঃস্থদের মাঝে চেক বিতরণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

‘অনৈতিকভাবে নির্বাচিত সরকার দেশের মানুষের ওপর চেপে বসেছে’- মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে ইনু বলেন, বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুলরা জিয়াউর রহমানের সামরিক সরকারের কাচ্চাবাচ্চা।  তাদের অন্যায় অপরাধ করার জন্য জনগণের কাছে মাফ চাইতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে।

শেখ হাসিনা সরকার বৈধ সরকার উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বৈধ সরকার।  তারা জনগণের নির্বাচিত সরকার ও সাংবিধানিক সরকার। সেটা দেশবাসী জানে এবং সারা পৃথিবীও জানে।

তিনি বলেন, বিচ্ছিন্ন দু’একজন পুলিশের অপরাধ করার কারণে প্রশাসনকে দায়ী করা ঠিক নয়।  জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ভালোভাবেই দেশ পরিচালনা করছে বলেই আমরা জঙ্গিবাদের উৎপাত থেকে শান্তির পর্যায়ে এগিয়ে আছি।  সেদিক থেকে বিবেচনা করলে দেখা যায় পুলিশ কোনো অন্যায় করছে না।

এ সময় উপস্থিত ছিলেন নারী জোটের কেন্দ্রীয় আহ্বায়ক ও মন্ত্রীর সহধর্মিনী আফরোজা হক রীনা, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মণি চাকমা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, সাধারণ সম্পদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলীসহ দলীয় নেতাকর্মীরা।
১০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে