এমটিনিউজ২৪ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে ও আগুন ধরিয়ে দেয়। ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নইমুদ্দিন সেন্টু ফিলিপনগর গ্রামের মোতালেব সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন গ্রাম পুলিশ জানান, নইমুদ্দিন সেন্টু ইউপি কার্যালয়ে বসে কাজ করছিলেন। এ সময় পাঁচ-সাতজন দুর্বৃত্ত প্রথমে জানালা দিয়ে তাঁকে লক্ষ্য করে দু-তিন রাউন্ড গুলি ছোড়ে। এরপর দুর্বৃত্তরা কার্যালয়ে ঢুকে তাঁকে লক্ষ্য করে আরো কয়েক রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ও চেয়ারম্যানের সমর্থকরা বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দৌলতপুর থানার ওসি মাহাবুবর রহমান বলেন, হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কাউকে আটক কিংবা হত্যাকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি।