মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০৮:৪৮

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। এ ঘটনায় আরো এক যুবক গুলিবিদ্ধ হয়ে। এছাড়া এক বাংলাদেশি নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা দাবি করলেও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের নাম মামুন (২৫)। তিনি ডাঙ্গেরপাড়া গ্রামের মোহ আলীর ছেলে। গুলিবিদ্ধ হয়ে আলিম (২৭) নামে আরো এক বাংলাদেশি বিএসএফের হেফাজতে চিকিৎসাধীন আছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মহম্মদপুর ডাঙ্গেরপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মহম্মদপুর ডাঙ্গেরপাড়া গ্রামের ৪-৫ জন যুবক ভারতীয় সীমানায় প্রবেশ করলে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য ৪-৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মামুন ঘটনাস্থলে মারা যান।

তারা জানান, মামুনের লাশ তার সহযোগীরা বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা পুনরায় গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আলিম আহত হয়। পরে আহত আলিমকে ভারতের স্থানীয় লোকজন ধরে বিএসএফের হাতে তুলে দেয়। আলিম ডাঙ্গেরপাড়া গ্রামের কায়মদ্দিনের ছেলে।

বিজিবির-৪৭ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আজাদ বলেন, গুলিবিদ্ধ এক বাংলাদেশির লাশ ভারতীয় ভূখণ্ডে পড়ে আছে বলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি। খবর পাওয়ার পর গত রাত থেকেই বিএসএফের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বিজিবি।

মঙ্গলবার দুপুরে এ বিষয়ে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
২৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে