সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ০৯:১৮:৪২

বিশ্বকবি রবীন্দ্রনাথের তরবারি চুুরি

বিশ্বকবি রবীন্দ্রনাথের তরবারি চুুরি

কুষ্টিয়া: কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত দুটি তরবারি চুরি হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় সংবাদকর্মীদের বিষয়টি জানানো হয়। তরবারি চুরির ব্যাপারে গত বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় কুমারখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কুঠিবাড়ির কাস্টোডিয়ান মখলেচুর রহমান।

মখলেচুর রহমান জানান, গত ৩০ মার্চ বিকেল ৫টার দিকে প্রতিদিনের মতো কুঠিবাড়ির সব কক্ষ বন্ধ ও প্রধান ফটক সিলগালা করে তিনি সরকারি কাজে খুলনায় যান। এ সময় লাইব্রেরিয়ান কাম কাস্টোডিয়ান বাকী বিল্লাহ দায়িত্বে ছিলেন। পরদিন ৩১ মার্চ সকালে তিনি জানতে পারেন কুঠিবাড়ির দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষ থেকে আলমারিতে রাখা পাঁচটি তরবারির মধ্যে দুটি পাওয়া যাচ্ছে না। ওই আলমারির তালাও ভাঙা অবস্থায় পাওয়া যায়।

বিষয়টি মোবাইল ফোনে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান কাস্টোডিয়ান মখলেচুর রহমান। এরপর তিনি শিলাইদহে ফিরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

মখলেচুর রহমান আরো জানান, ৩০ মার্চ বিকেল থেকে বৃহস্পতিবার ৩১ মার্চ সকাল ১০টার মধ্যে যেকোনো সময় তরবারি দুটি চুরি হয়েছে। এ ব্যাপারে জানতে কুঠিবাড়ির লাইব্রেরিয়ান কাম কাস্টোডিয়ান বাকী বিল্লাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান জানান, শিলাইদহ কুঠিবাড়ি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত দুটি তরবারি চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বর্তমানে তরবারি দুটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
০৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে