মাহাতাব উদ্দিন লালন, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ায় পৌর এলাকার ১৮ নং ওয়ার্ডের উদিবাড়ী দায়রাপাক সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ জেনেও বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান করছেন শিক্ষকরা। ভবনের প্রতিটি দেওয়ালে ধরেছে ফাটল। ছাঁদ থেকে প্রতিনিয়ত ঝড়ে পড়ছে বালি ও ছাদের ইটের খোয়া যেন আর ছাদে থাকতে চাইছেনা। এমন জড়াজীর্ণ পরিত্যাক্ত ভবনে চলছে কমলমতি শির্ক্ষাথীদের পাঠদান ও শিক্ষকদের অফিসের কার্যক্রম। ১৯৫৩ সালে স্থাপিত এই বিদ্যালয়টি জাতীয় করনের পরে ১৯৬৯ সালে নব ভবন নির্মানের সময় নিম্নমানের ইট, রড ও খোয়া ব্যবহারের ফলে বিদ্যালয় ভবনটি ঝকিপূর্ণ হয়ে পড়েছে। পূর্ব থেকেই বিদ্যালয়টি লেখাপড়ায় অনেক এগিয়ে । পরীক্ষার ফলাফল বেশ প্রশংসনীয়। আগে প্রতিদিন শিক্ষার্থীদের উপস্থিতি থাকতো বেশ ভালো। বর্তমানে বিদ্যালয়টি ব্যবহারের অনুপযোগি হওয়ায় ভবনটিতে ক্লাস করছেনা ছাত্র-ছাত্রীরা। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা ছেড়ে দিয়েছে। আবার অনেক অভিভাবক ভবন ভেঙ্গে পড়ার আশংকায় তাদের ছেলেমেয়েকে স্কুলে পাঠাচ্ছে না বলে জানা গেছে।
এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার জানান, বিদ্যালয়ের পুরাতন ভবণে করুন অবস্থার কারণে দিনদিন শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। ভেঙ্গে পড়ছে লেখাপড়ার মান। তিনি আরও বলেন, আমাদের বিদ্যালয়ের ৫শ শিক্ষার্থীদের জন্য নতুন ভবনের বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট বার বার আবেদন করেছি কিন্তু কোন আশানুরূপ ফল পায়নি। তাই তিনি বিদ্যালয়ের ভবণ নির্মাণের ব্যপারে কুষ্টিয়া জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন। অপর দিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বর্তমান ১৮ নং পৌর ওয়ার্ড কাউন্সিল মোঃ শাহজালাল বলেন, আমি বিদ্যালয়ে সভাপতি হয়ে বিদ্যালয়ের সমস্ত বিষয় খেয়াল রাখি কিন্তু বিদ্যালয়ের নতুন ভবণ নির্মাণের ব্যাপারে বেশ কিছু দপ্তরে জানিয়েছি আশা করছি খুব দ্রুত বিদ্যালয়ের ভবন সমস্যা সমাধান হবে।
১৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস