লালমনিরহাট : টাকা ধার না দেয়ায় প্রধান শিক্ষককে জুতাপেটা করেছেন ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউজ্জামান রঞ্জু। এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। হয়েছে মানববন্ধনও।
ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ে।
স্কুলের সভায় প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে সবার সামনে জুতাপেটা করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি আতাউজ্জামান রঞ্জু।
এ ঘটনার প্রতিবাদে এবং সভাপতির অপসারণ দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। ।
ওই স্কুলের একাধিক শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য জানিয়েছেন, কয়েকদিন ধরেই বিদ্যালয়ের তহবিল থেকে দেড় লাখ টাকা ধার চাচ্ছিলেন আতাউজ্জামান রঞ্জু। কিন্তু প্রধান শিক্ষক টাকা দিতে রাজি হননি। এ নিয়ে রোববার ম্যানেজিং কমিটির সভা ডাকা হয়।
তারা জানান, সভার একপর্যায়ে ৫০ হাজার টাকা ধার দেয়ার বিষয়ে সবাই একমত হন। কিন্তু বিষয়টি মেনে নিতে পারেননি আতাউজ্জামান। তিনি উত্তেজিত হয়ে রেজুলেশন বইয়ের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলেন। এরপর নিজের পায়ের জুতা খুলে উপস্থিত সবার সামনেই প্রধান শিক্ষককে পেটাতে থাকেন। গালিগালাজ করেন।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরজুফা ইয়াসমীন মিনু।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, স্কুলের তহবিল থেকে দেড় লাখ টাকা ধার দিতে কয়েকদিন ধরে চাপ দিচ্ছিলেন সভাপতি রঞ্জু। আমি তার কথায় রাজি না হয়ে কমিটির সভা ডাকতে বলি। সেখানে তিনি আমাকে মারধর করেন। এখনো নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আতাউজ্জামান রঞ্জু অভিযোগ অস্বীকার করে বলেন, স্কুলের হিসাব-নিকাশ নিয়ে কথা কাটাকাটি হয়েছে মাত্র। জুতাপেটার কোনো ঘটনা ঘটেনি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) শাহীনুর আলম বলেন, বিষয়টি জানার পর প্রধান শিক্ষককে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। ঘটনা তদন্ত করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে।
২২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম