লালমনিরহাট : রেললাইনে কানে মোবাইল ফোন নিয়ে সাবধান! যখন তখন ঘটতে পারে দুর্ঘটনা। প্রায়
মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটছে।
এর আগে রাজধানীতে কয়েক মাসের ব্যবধানে চার দুর্ঘটনা ঘটেছে। আজ লালমনিরহাটের কালীগঞ্জে এমন দুর্ঘটনা ঘটেছে।
জেলার কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে শরিফুল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার হাজরানীয়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
শরিফুল ইসলাম মদাতী ইউনিয়নের উত্তর মোশরত গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানান, উপজেলার ভোটমারী বাজার থেকে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের ওপর দিয়ে বাড়ি ফিরছিল শরিফুল।
এসময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী কমিউটার ট্রেনটি হাজরানী এলাকায় আসলে শরিফুল ট্রেনে কাটা পড়ে। এতে তার হাত-পা, মাথা কেটে যায়। পরে পরিবারে লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
মদাতী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সে ভোটমারী বাজারে মুদি দোকনদার। বাড়ি ফেরার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
১৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম