সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ১১:২১:৩৭

দীর্ঘ ৬৮ বছরের অবরুদ্ধ জীবন শেষে ঐতিহাসিক ভোট উৎসবে বিলুপ্ত ছিটমহলবাসী

দীর্ঘ ৬৮ বছরের অবরুদ্ধ জীবন শেষে ঐতিহাসিক ভোট উৎসবে বিলুপ্ত ছিটমহলবাসী

লালমনিরহাট : বাংলাদেশের মূল ভূখণ্ডে যুক্ত হওয়ার এক বছরের মাথায় লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলগুলোয় আজ সোমবার ভোট উৎসব চলছে। সকাল ৮টা থেকে জেলার তিনটি উপজেলার ৮ ইউনিয়নের সঙ্গে ৫৯টি বিলুপ্ত ছিটমহলে ভোট শুরু হয়েছে।

দীর্ঘ ৬৮ বছরের অবরুদ্ধ জীবন শেষে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা বিপুল উৎসাহ আর উদ্দীপনা নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

ইউনিয়নগুলো হলো লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট, হাতীবান্ধা উপজেলার গোতামারী, পাটগ্রাম উপজেলার বুড়িমারী, শ্রীরামপুর, পাটগ্রাম, জোংড়া, জগতবেড় ও কুচলিবাড়ী।

তবে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। বর্তমান চেয়ারম্যান হাবিবুল হক বসুনীয়ার একটি রিটপিটিশনের কারণে নির্বাচন স্থগিত রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর মোতায়েন করা হয়েছে নির্বাচনি এলাকায়।

লালমনিরহাট জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৩ উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৮৯ জন, ওয়ার্ড সদস্য পদে ২২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্তিা করছেন। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ১৪৪জন।

পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের বিলুপ্ত ২০ লতামারী ছিটমহলের ১০১ বছর বয়সী মৌলভী আবুল কাশেম বলেন, ‘পরাধীনতার গ্লানি মুছে গেছে গত বছর ৩১ অক্টোবর। আর এবার ৩১ অক্টোবর জীবনের ইতিহাস শুরু। আমরা যে বাংলাদেশি এবং বাঙালিই ছিলাম তা ভোট প্রদানের মধ্য দিয়ে তা প্রমাণ হলো।’

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা ৬৮ বছর পর প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। তারা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে সেজন্য প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আশা করি শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে।

এ ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ আলা উদ্দিন খান বলেন, শান্তিপূর্ণ, সুন্দর এবং উৎসব মুখর পরিবেশে ভোট চলছে।
৩১ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে