সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৭:১৩

হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় মারা গেল হাতি

হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় মারা গেল হাতি

লালমনিরহাট থেকে: লালমনিরহাটের হাতীবান্ধায় গতকাল রবিবার রাতে ট্রাকের ধাক্কায় আহত হয়ে একটি হাতি মারা গেছে। সম্প্রতি কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক স্কুল মাঠে অনুষ্ঠিত ‘দি রাজমনি সার্কাসের’ জন্য সেটি লালমনিরহাটে আনা হয়েছিল। মালিকপক্ষ না আসায় আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত মৃত হাতিটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে মিলনবাজার এলাকায় পড়ে ছিল। তবে এর মালিক আসার পর সেটি মাটিতে পুঁতে রাখা হবে বলে জানা গেছে।

হাতিটির মাউত মনির হোসেন বিকেলে জানান, কালীগঞ্জে গত ৩১ ডিসেম্বর সার্কাস প্রর্দশনী শেষ হওয়ার পর হাতিটি সেখানেই রেখে সার্কাস চলে যায় নারায়নগঞ্জে। ফলে তখন থেকে হাতিটি কালীগঞ্জ-হাতীবান্ধা উপজেলার মধ্যে ঘোরাফেরা করছিল। এরই ধারবাহিকতায় কয়েকদিন আগে সেটি হাতীবান্ধার মিলন বাজার এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন দোকানপাট ও সড়কে গাড়ি থামিয়ে টাকা তুলে আসছিল।

এই অবস্থায় গত শুক্রবার মহাসড়কে একটি ট্রাক থামাতে গেলে আকস্মিকভাবে ট্রাকটি হাতিটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তার সামনের একটি পায়ের নিচের দিকে আঘাতপ্রাপ্ত হয়। সেদিন থেকে হাতিটি অসুস্থ হয়ে পড়ে। এর আগে থেকে অবশ্য হাতিটির পেছনের একটি পা ভাঙ্গা ছিল। গত রবিবার বিকেলে হাতীবান্ধার মিলন বাজার মৌলবী আবুল কাশেম সিনিয়র মাদ্রাসার মাঠে হাতিটিকে বেধে রাখা হলে ওইদিন রাতে সেটি মারা যায়।

হাতিটির বর্তমান মালিক বগুড়ার মাহস্থনগড়ের তোফাজ্জল হোসেন সরকার হাতীবান্ধার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে জানিয়ে বলেন, ‘সেখানে পৌঁছে মৃত হাতিটিকে মাটিচাপা দেওয়া হবে। আর একবছর পর এর হাড়গোড় তোলা হবে’।

খোঁজ নিয়ে জানা গেছে, হাতি মারা যাওয়ার খবর শুনে রবিবার রাত থেকেই সেটি দেখতে বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী লোকজন এসে সেখানে ভীড় করছেন। সাধারণ মানুষের ভীড় গতকাল সোমবার সারদিনই লক্ষ্য করা গেছে।

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি প্রসূন কান্তি দাস বলেন, হাতিটিকে ট্রাক ধাক্কা দেওয়ার পর পরই ট্রাকটি পালিয়ে গেছে।  হাতীবান্ধা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বাবুল মৃত হাতিটি দেখে এসেছেন জানিয়ে বলেন, ট্রাকটি ধাক্কা দেওয়ায় সেটি পরে গিয়ে আঘাত পেয়েছিল। আর আগে থেকেই সেটি অসুস্থ ছিল। ফলে সেটি মারা গেছে। হাতিটি কালীগঞ্জ থেকে হাতীবান্ধা গিয়েছিল বলে সেখানকার প্রাণীসম্পদ কর্মকর্তার প্রত্যায়ন নিয়ে মৃত হাতিটি পুঁতে ফেলতে হবে বলে জানান তিনি।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে