লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের র্যালি শেষে ফেরার পথে উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্য ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে হাতীবান্ধা উপজেলার বন্দর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে র্যালি বের করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। পরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সারওয়ার হায়াত খানের লোকজন র্যালির করতে চাইলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। এদিকে ঘটনার সময় দৈনিক মানবকন্ঠের লালমনিরহাট জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু সংঘর্ষের ছবি তুলতে গেলে আওয়ামী লীগের কর্মীরা তাকে মারধর করেন। আহত অবস্থায় সাজুকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।