মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯, ০৪:৪৮:২২

মহান স্বাধীনতা দিবসের র‌্যালি শেষে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ

মহান  স্বাধীনতা দিবসের র‌্যালি শেষে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ

নিউজ ডেস্ক : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের র‌্যালিতে উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বন্দর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে র‌্যালি বের করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। পরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সারওয়ার হায়াত খানের লোকজন নিয়ে র‌্যালি বের করেন। এরপর র‌্যালি শেষে দুই গ্রুপ ফেরার পথে সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। এদিকে ঘটনার সময় দৈনিক মানবকন্ঠের লালমনিরহাট জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু সংঘর্ষের ছবি তুলতে গেলে আওয়ামী লীগের কর্মীরা তাকে মারধর করেন। আহত অবস্থায় সাজুকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিডি২৪লাইভকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যালয়ে সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন দলীয় অফিসে উপস্থিত হয়ে আলোচনা সভা শুরুর পর বিদ্রোহী প্রার্থীর কর্মীরা সভায় উপস্থিত হলে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশি নিরাপত্তায় সংসদ সদস্য মোতাহার হোসেন দলীয় অফিস ত্যাগ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে