লালমনিরহাট থেকে : লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার দক্ষিণ কোটতলি এলাকায় ধ'র্ষণ থেকে রক্ষা পেতে স্বামীর বোন জামাইকে (নন্দাই) বাইস (ক্ষুদ্র কোদালের ন্যায় ছুতারের অ'স্ত্রবিশেষ) দিয়ে কু'পিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার বুড়িমারী কামারপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে ইউসুফ আলী (৩৪) কোটতলী এলাকার আবুল কালামের স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও কু'প্রস্তাব দিয়ে আসছিল।
সোমবার সকাল সাড়ে ১১ টায় বাড়িতে একা থাকার সুবাদে ওই গৃহবধূকে ধ'র্ষ'ণের চেষ্টা চালায় ইউসুফ আলী। এ সময় ধ'র্ষণের হাত থেকে রক্ষা পেতে গৃহবধূ ঘরে থাকা লোহার রড ও বাইস দিয়ে মাথা ও মুখে কু'পিয়ে আহ'ত করে।
এ ঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূ ও ইউসুফ আলীকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহ'ত ইউসুফ আলীকে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ইউসুফ আলী গৃহবধূর স্বামীর সৎ বোনের স্বামী বলে জানা গেছে।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুশফিকুর সালেহীন বলেন, ইউসুফ আলীর শরীরে মা'রপিট ও মুখের ডান দিকে ও মাথায় কো'পা'নো হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সুমন কুমার মহন্ত বলেন, ইউসুফ আলীকে গৃহবধূ একাই মা'রপি'ট করেছে ও কো'প দিয়েছে। বর্তমানে কেউ থানায় অভিযোগ করেনি। গৃহবধূ পুলিশ হেফাজতে আছে।