লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি ছাগলের ৮ টি বাচ্চা জন্ম গ্রহন করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পরলে তা দেখতে লোকজন ভীড় জমায়।
আর এ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২ টার সময় ঐ উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সুরুজ পাড়া এলাকায় মোসলেম উদ্দিনের বাড়িতে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ঐ এলাকার মোসলেম উদ্দিনের বাড়িতে একটি ছাগলের ৮ টি বাচ্চা জন্ম গ্রহন করে। এ খবর ছড়িয়ে পরলে এলাকার উৎসুক জনতা বাচ্চা গুলোকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভীর জমাচ্ছে। ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।