লালমনিরহাট: এবার করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়ে মা'রা গেছেন লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদ (৫৫)।বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎ'সাধীন অবস্থায় মা'রা যান তিনি।
বুধবার রাত পৌনে ১০টার দিকে তার মৃ'ত্যুর বিষয়টি নি'শ্চিত করেন চট্টগ্রাম বন্দরের আইন কর্মকর্তা মুনতাসির আহমেদ।মুনতাসির আহমেদ বলেন, আমার সঙ্গে দায়রা জজ ফেরদৌস আহমেদের জামাতা লে. কর্নেল সাজ্জাদের কথা হয়েছে। লে. কর্নেল সাজ্জাদ তার শ্বশুরের মৃ'ত্যুর বিষয়টি আমাকে জানিয়েছেন।
করোনায় আক্রা'ন্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন জজ ফেরদৌস আহমেদ। ১৫ জুন তার করোনা আক্রা'ন্তের বিষয়টি নিশ্চি'ত করেন দায়রা জজ ফেরদৌস আহমেদের জামাতা লে. কর্নেল সাজ্জাদ।
লে. কর্নেল সাজ্জাদ ওই দিন বলেন, আমার শ্বশুর লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদ করোনায় আক্রা'ন্ত হয়েছেন। তিনি বর্তমানে সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন। আমরা তার জন্য ‘এবি পজিটিভ’ র'ক্তের প্লা'জমা খুঁ'জছি। আপনাদের স'ন্ধা'নে থাকলে প্লিজ দ্রু'ত জানান। এরই মধ্যে বুধবার তার মৃত্যু হলো।