বুধবার, ২০ অক্টোবর, ২০২১, ০২:৪০:২৮

পানি হাতীবান্ধা শহরসহ লোকালয়ে প্রবেশ করছে, মহাদুশ্চিন্তায় পানিবন্দী কয়েক হাজার পরিবার

পানি হাতীবান্ধা শহরসহ লোকালয়ে প্রবেশ করছে, মহাদুশ্চিন্তায় পানিবন্দী কয়েক হাজার পরিবার

ভারত থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারেজের রক্ষাকবচ হিসেবে পরিচিত ফ্লাড বাইপাস সড়কের একাংশ ভেঙে গেছে। এতে তিস্তা নদীর পানি হাতীবান্ধা শহরসহ লোকালয়ে প্রবেশ করছে।

এ ছাড়াও, পানি উঠতে শুরু করেছে চর, দ্বীপচর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল এলাকার বাড়ি-ঘরে। পানির নিচে তলিয়ে গেছে তিস্তাপাড়ের কয়েক হাজার একর জমির আমন ধান, ভুট্টা, বাদাম, আলুসহ বিভিন্ন শাক-সবজী। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কায় মহাদুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপাড়ের মানুষ।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে আজ বুধবার সকাল ৮টা থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার (বিপৎসীমা ৫২ মিটার ৬০ সেন্টিমিটার) ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে আসা পানির চাপ নিয়ন্ত্রণে রাখতে খোলা রাখা হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি গেটের সবগুলো। মঙ্গলবার রাত থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে থাকে। পানি উঠেছে চর, দ্বীপচর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাড়ি-ঘরে। পানির নিচে তলিয়ে গেছে আমন ধানসহ বিভিন্ন ফসলের খেত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে