লালমনিরহাট : জেলার হাতীবান্ধায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে লাশ হলো দুই বোন। পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়।
১৮ জুলা্ই সোমবার উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার ৭নং ওয়ার্ডে এ দুর্ঘটনাটি ঘটে। একই সাথে দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলো উপজেলার একই এলাকার ফকিরটারী গ্রামের ৩নং ওয়ার্ডের হাবিবুর রহমানের বড় মেয়ে হিরা মনি (১০) ও ছোট মেয়ে হিমু মনি (৫)। হিরা মনি উপজেলার স্থানীয় জহির হাজী মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী ছিল।
দুই মেয়েকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। বুক ফাটা আর্তনাদ। তাদের বোঝানোর ভাষা নেই। অকালে দুই মেয়েকে হারাতে হবে এ যেন কিছুতেই মানতে পারছেন তারা।
এ ব্যাপারে এলাকাবাসী জানান, রোববার দুপুরে হিরা মনি ও হিমু মনি তার মা-বাবার সাথে উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার ৭ নং ওয়ার্ডের নানা লুৎফর রহমানের বাড়িতে আসে। সেখানে খাওয়া-দাওয়া করে হাবিবুর রহমান ও তার স্ত্রী কাজে যায়। পরে সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে নানা বাড়িতে তাদের দুই মেয়েকে আনতে গেলে তাদের না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
এদিকে সোমবার সকালে নানা লুৎফর রহমানের বাড়ির পাশে একটি পুকুরের পানিতে দুই বোনকে ভাসতে দেখে স্থানীয় লোকজন তাদের পরিবারকে খবর দেয়। পরে তাদের পুকুর থেকে উদ্ধার করে দেখে, তারা পানিতে ডুবে মারা গেছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম