মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬, ১২:৪৮:০১

নিহত জঙ্গি রাব্বীর লাশ দাফন করতে দেয়নি গ্রামবাসী

নিহত জঙ্গি রাব্বীর লাশ দাফন করতে দেয়নি গ্রামবাসী

মাগুরা : নারায়ণগঞ্জের পাইকপাড়ায় পুলিশের অভিযানে নিহত জঙ্গি ফজলে রাব্বীর লাশ দাফন করতে দেয়নি গ্রামবাসী। মাগুরার বেরইল পলিতা গ্রামে রাব্বীর লাশ দাফন করতে চেয়েছিল তার পরিবার। কিন্তু গ্রামবাসীর প্রতিবাদে তা ভেস্তে যায়। তবে এখন  রাব্বীর লাশ কোথায় দাফন করা হবে সে বিষয়ে তার পরিবার কিছুই জানায়নি।   

রাব্বী বেরইল পলিতা গ্রামের হাবিবুল্লাহর সন্তান। হাবিবুল্লাহ যশোরের একটি কলেজে শিক্ষাকতা করেন। নিহত রাব্বীর চাচা বরকত উল্লাহ সোমবার রাতে জানান, ‘মঙ্গলবার রাব্বির লাশ দাফনের খবর শোনার সঙ্গে সঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ গ্রামবাসীরা প্রতিবাদমুখর হয়ে ওঠে।’

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, ‘জঙ্গি রাব্বী আমাদের গ্রামকে কলঙ্কিত করেছে। তাই তার লাশ আমরা কোনোভাবেই বেরইল পলিতা গ্রামে দাফন করতে দেব না।’

স্থানীয় চেয়ারম্যান মহব্বত আলী জানায়, জঙ্গি রাব্বীর লাশ বেরইল পলিতা গ্রামে দাফন নিয়ে গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছিল। তাই তিনি তার আত্মীয় স্বজনদের লাশ গ্রামে দাফন না করতে অনুরোধ জানায়।

রাব্বীর চাচা বরকত উল্লাহ বলেন, ‘গ্রামবাসীর আপত্তির কারণে আমরা তার লাশ বেরইল পলিতা গ্রামে দাফন না করার সিদ্ধান্ত নিয়েছি।’
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে