সোমবার, ১১ নভেম্বর, ২০১৯, ০৪:৪৩:০৭

একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন মাগুরার রাশিদা!

একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন মাগুরার রাশিদা!

মাগুরা: মাগুরায় রাশিদা বেগম নামে এক ‍গৃহবধূ একসঙ্গে তিনটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। রোববার বিকালে ওই প্রসূতি ল্যাব সিটি মেডিকেল সার্ভিসেস প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই তিন সন্তানের জন্ম দেন। জন্ম নেয়া তিন নবজাতকই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাশিদা বেগম মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের হরিনাডাঙ্গা গ্রামের মাহবুব আলমের স্ত্রী। মাহবুর আলম বসুন্ধরা গ্রুপের শিপ-ব্লিডিংয়ে চাকরি করেন। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স চম্পা বেগম জানান, রোববার বিকালে রাশিদা বেগম সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি ছেলে সন্তানের জন্ম দেন। নবজাতক শিশু তিনটি সুস্থ আছে। বর্তমানে রাশিদা ওই হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ তিনটি সন্তান ছাড়াও রাশিদা বেগমের ১৩ বছর বয়সী একটি ছেলে ও পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

মা রাশিদা বেগম বলেন, এক সঙ্গে তিনটি বাচ্চা জন্ম দেয়া সত্যিই সৌভাগ্য। আপনারা সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন। ল্যাব সিটি প্রাইভেট হাসপাতালের মালিক ওয়াজেদ আলী জানান, একসঙ্গে তিনটি ছেলে সন্তানের জন্ম নেয়ার ঘটনা সচারচর ঘটে না। জন্ম নেয়া তিন নবজাতকই সুস্থ রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে