মাগুরা: মাগুরার শালিখা উপজেলায় এবার এক মসজিদের ইমাম করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন। তার বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলায়। তিনি শালিখা ইউনিয়নের আদাডা'ঙ্গা গ্রামের একটি মসজিদের ইমাম। জেলায় এ নিয়ে চারজনের করোনাভাইরাস শ'না'ক্ত হলো।
রোববার (২৬ এপ্রিল) শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান এক জ'রুরি গ'ণবিজ্ঞ'প্তিতে বিষয়টি নি'শ্চিত করেছেন।
শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূ'ত্রে জানা যায়, গত কয়েকদিন আগে ওই ব্যক্তি সামান্য সর্দি নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসলে তার ন'মু'না সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। রোববার (২৬ এপ্রিল) সকালে তার করোনা পজিটিভ রিপো'র্ট এসেছে।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান জানান, এ ঘটনায় আদাডা'ঙ্গা গ্রাম লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উক্ত গ্রাম থেকে কোনো ব্যক্তি বাইরে বে'র হতে পারবেন না এবং বাইরের কোনো ব্যক্তি উক্ত গ্রামে প্রবেশ করতে পারবেন না। এ আদেশ অমা'ন্যকারীদের বিরু'দ্ধে আইনআ'নুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।