আব্দুস সালেক মুন্না, মাগুরা প্রতিনিধি: বাংলাদেশের সকলের জন্য নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করণের লক্ষে নিরাপদ খাদ্য স্কুল কর্মসূচি প্রকল্পের আওতায় শিক্ষক কর্মশালা গতকাল মঙ্গলবার বিকালে সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বি-সেভ ফাউন্ডেশনের পরিচালনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্ক এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান ও অধ্যক্ষ হাবিবুল হাসান প্রমুখ। কর্মশালায় শহরের ১০টি প্রাথমিক ও কেজি স্কুলের ২০ জন শিক্ষক অংশ নেয়। কর্মশালায় বিএসএফইর সহসভাপতি প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় নিরাপদ খাদ্য, খাদ্য নিরাপত্তা, খাদ্য অধিকার ও নিরাপদ খাদ্যনিতী, আইন ও বিধিমালা বিষয়ে আলোকপাত করা হয়। কর্মশালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্কের অপারেশন ম্যানেজার আসিফ হাসান এ সময় উপস্থিত ছিলেন।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস