বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৫০:০৫

নাইন এমএম বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন সহ যাকে আটক করল যৌথবাহিনী

নাইন এমএম বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন সহ যাকে আটক করল যৌথবাহিনী

এমটিনিউজ২৪ ডেস্ক : মাগুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা রোহান রশিদ দুরুদকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (২৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা মাগুরা শহরের তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাড়ি থেকে দুরুদকে আটক করে। 

এ সময় তার কাছ থেকে নাইন এমএম বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। রোহান রশিদ দুরুদ মাগুরা পৌর এলাকার তাঁতিপাড়া এলাকার হারুনার রশিদের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডেভিল হান্টসহ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান চলছে। তারই অংশ হিসেবে যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ রোহান রশিদ দুরুদ নামে একজনকে আটকের পর অবৈধ অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে