সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ০৮:০৯:৪৫

মাগুরা সদর উপজেলার ১২টি ইউনিয়নে প্রতীক বরাদ্দ

মাগুরা সদর উপজেলার ১২টি ইউনিয়নে প্রতীক বরাদ্দ

আব্দুস সালেক মুন্না মাগুরা, মাগুরা প্রতিনিধি : দলীয় প্রতীক নিয়ে সারা দেশে প্রথম বারের মত অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন । গতকাল সোমবার মাগুরা সদর উপজেলা ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাচন কর্মকতা জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে স্ব স্ব রির্টানিং অফিসারের কার্যাল য়ে মাগুরা সদর উপজেলা ১২টি ইউনিয়ন পরিষদের ৪৮ জন  চেয়ারম্যান, ৩৯৫ জন সাধারণ কাউন্সিলর ও ১১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে।এবার  দলীয় প্রতিক হিসেবে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে  নৌকা, ধানেরর্শীষ, লাঙ্গল,  হাতপাখা  বরাদ্দ হয়েছে। অপর দিকে সাধারন কাউন্সিলরদের মধ্যে আপেল , ক্রিকেট বল, ঘুড়ি, টিউবওয়ে, পানির পাম্প, ফুটবল, টচ্লাইট, বৈদুতিক পাখা, মোরগ, লাটিম, ভ্যানগাড়ি ও তালা প্রতিক দেওয়া হয়েছে। অপর দিকে সংরক্ষিত মহিলা সদস্যরা প্রতিক হিসেবে পেয়েছেন কলম, ক্যামেরা, তালগাছ, জিরাফ, বই, বক , সাঁকো, মাইক, হেলিকপ্টার ও সূর্যমুখী ফুল।
প্রতিক বরাদ্দের পরপরই  প্রত্যেক প্রার্থী স্ব স্ব এলাকায় নির্বাচনী প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছেন। এ প্রচার প্রচারণা চলবে ২৮মার্চ পর্যন্তু।  পাশাপাশি নির্বাচনী হ্যান্ডবিল ও পোষ্টার ছাপাতে অনেকে ভিড় করছেন বিভিন্ন ছাপাখানায়। উল্লেখ্য, আগামী ৩১মার্চ  মাগুরা সদর উপজেলা ১২টি ইউনিয়ন পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১লাখ ৮০ হাজার ৮৩২জন ভোটার ১১৫টি কেন্দ্রে ভোট প্রয়োগ করবে।
১৩ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে