সোমবার, ৩০ মে, ২০১৬, ১১:০৩:৪৭

৪ বছরের সেই বৃদ্ধা বায়েজিদকে পাঠানো হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেলে

৪ বছরের সেই বৃদ্ধা বায়েজিদকে পাঠানো হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেলে

মাগুরা : মাগুরায় বিরল রোগে আক্রান্ত ৪ বছরের শিশু বায়েজিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হচ্ছে। তার চিকিৎসায় ঢাকার চিকিৎসকদের আগ্রহের পরিপ্রেক্ষিতে জেলা স্বাস্থ্য বিভাগ গঠিত ৫ সদস্যের মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসকদের এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছ বায়োজিদের পরিবারও।

কয়েক দিন আগে বিভিন্ন পত্র-পত্রিকায় ৪ বছরেই বৃদ্ধ! এই শিশুর ওপর প্রতিবেদন প্রকাশি হওয়ার পর তার চিকিৎসায় মাগুরার স্বাস্থ্য বিভাগ মেডিকেল বোর্ড গঠন করে।

সিভিল সার্জন ডা. এফবিএম আব্দুল লতিফের নেতৃত্বে মেডিসিন, কার্ডিয়াক ও শিশু কনসালটেন্ট ডা. মুস্তাফিজুর রহমান, দেবাশিষ বিশ্বাস, রোকনুজ্জামান, জয়ন্ত কুন্ডুর সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বায়োজিদের বিরল রোগ সম্পর্কে দীর্ঘ সময় পর্যালোচনা করেন। সৈঠকে তার উন্নত চিকিৎসা ও বিরল এ রোগ সর্ম্পকে গবেষণার প্রয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠনোর সিদ্ধান্ত নেয়া হয়।

মাগুরার সিভিল সার্জন ডা. এফবিএম আব্দুল লতিফ জানান, চিকিৎসকদের সিদ্ধান্তে বায়োজিদের পরিবার সম্মত হওয়ায় চলতি সপ্তাহেই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে বলে জানান সিভিল সার্জন ডা. আব্দুল লতিফ।

মাগুরা সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ও বিএমএ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. জয়ন্ত কুমার কুন্ডু বলেন, নানা ধরনের জেনেটিক সমস্যায় এমন হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে প্রোজিরিয়া বলে। এটি বাংলাদেশে দ্বিতীয় ঘটনা।

এ পর্যন্ত বিরল এ রোগের কোনো চিকিৎসা বের হয়নি। তবে বয়স্ক মানুষের ভাষকুলার সমস্যার জন্য যে ধরনের চিকিৎসা বা ওষুধ দেয়া হয় এ ধরনের রোগীদের সুস্থ রাখার জন্য একই ধরনের ওষুধ দেয়া যেতে পারে। তবে এ ধরনের বাচ্চারা ১২ থেকে ১৪ বছর পর্যন্ত জীবিত থাকে।
৩০ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে