বুধবার, ০১ জুন, ২০১৬, ১০:২৯:২৭

পুত্রবধূকে পায়ে শিকল বেঁধে দজ্জাল শাশুড়ির নির্যাতন

পুত্রবধূকে পায়ে শিকল বেঁধে দজ্জাল শাশুড়ির নির্যাতন

মাগুরা : বারান্দার খুঁটির সঙ্গে পায়ে শিকল দিয়ে বেঁধে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  মাহফুজা খাতুন নামে ওই গৃহবধূকে শাশুড়ি, স্বামী, ভাসুর, দেবরসহ শ্বশুরবাড়ির লোকেরা নির্যাতন করে।

এ ঘটনা ঘটেছে বুধবার মাগুরা সদর উপজেলার বরই গ্রামে।

দিনভর নির্যাতনের পর বিকেল সাড়ে ৫ টার দিকে সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে।  এ সময় পুলিশ শাশুড়ি কমলা খাতুনকে গ্রেফতার করে।
 
মাহফুজা খাতুন জানান, তার ভাইয়ের ছেলে হিরণের (১৮) সাথে ভাসুর মন্টু মিয়ার মেয়ে সোনিয়ার প্রেমের সম্পর্কের বিষয় জানাজানি হয়।  এ ঘটনায় স্বামী, ভাসুরসহ পরিবারের লোকেরা পায়ে শিকল বেঁধে ঘরের খুঁটির সঙ্গে তালা মেরে বেদম মারপিট করে।

মাহফুজার অভিযোগ, বাবা-মা হারা ভাতিজাকে তার বাড়িতে আশ্রয় দেয়াই তার মূলত অপরাধ।

মাহফুজার ছেলে ৪র্থ শ্রেণির ছাত্র মুস্তাফিজ জানায়, মায়ের ওপর নির্যাতন করেছে।  তাকে রক্ষা করতে গেলে তার নিষ্ঠুর বাবা তাকে লাথি মেরে ফেলে দেয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, পুলিশ মাহফুজাকে উদ্ধার করেছে।  তার শাশুড়ি কমলা খাতুনকে গ্রেফতার করেছে।

১জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে