মাগুরা : রাস্তার পাশে ব্যাগের মধ্যে থেকে অনবরত ভেসে আসছিল নবজাতকের চিৎকার। টের পেয়ে পথচারীরা এগিয়ে গিয়ে দেখেন ব্যাগের মধ্যে ফুটফুটে এক শিশু। পরে শিশুটিকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে মাগুরা শহরের ভায়না মোড়ে সরকারি খাদ্য গুদামের সামনের পাকা রাস্তার পাশ থেকে নবজাতককে উদ্ধার করা হয়।
রাতেই শিশুটিকে মুমূর্ষু অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে পথচারীরা।
হাসপাতালের চিকিৎসকরা জানান, নির্দিষ্ট সময়ের আগেই শিশুটি ভূমিষ্ট হয়েছে। শিশুটি প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছে। তাকে সাধ্যমত চিকিৎসা দেয়া হচ্ছে।
শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
২২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম