এমটিনিউজ২৪ ডেস্ক : গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে আগের দিনই। নিমন্ত্রণ পেয়ে আত্মীয় স্বজনরা এসেছেন দূর-দুরান্ত থেকে।
শুক্রবার সন্ধ্যায় নববধূকে নিজ বাড়িতে নিতে যাত্রী নিয়ে আসবেন বর। বরকে বরণ করতে বাড়ি সাজিয়ে বিয়ের বাদ্যের সঙ্গে আনন্দে মেতেছিলেন স্বজনরা।
তবে সব প্রস্তুতি শেষেও বধূবেশে শ্বশুরবাড়ি যাওয়া হয়নি নড়াইলের কালিয়ার কলাবাড়িয়া গ্রামের আল-আমিন শেখের মেয়ে মিথিলা আক্তারের।
শুক্রবার বিয়ের দিনই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। জানা গেছে, শুক্রবার সকালে মিথিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
পরে বরপক্ষকে জানিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে রাতে হবুবরসহ পরিবারের লোকজনের উপস্থিতিতে জানাজা শেষে মিথিলার দাফন সম্পন্ন হয়। বরের বাবা আমির শেখ বলেন, যেখানে পুত্রবধূ করে বাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে জানাজা পড়তে আসা কতটা কষ্টের, তা বোঝানো যাবে না।