নাটোর থেকে : নাটোরের গুরুদাসপুরে এক মাদ্রাসাছাত্রীর সাথে মোবাইল ফোনে প্রেম শুরু। এরপর বিয়ের প্র'লো'ভন দেখিয়ে দশ দিন কৌ'শলে নানার বাসায় আ'টকে রাখে প্রেমিক রাসেল (২৫)।
এ সুযোগে রাসেল ও তার বন্ধু অন্তু (২২) ওই ছাত্রীকে ধ'র্ষ'ণ করে বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পৌর সদরের খামারনাচকৈড় খোয়ারপাড়া এলাকা থেকে ওই ছাত্রীসহ অ'ভিযু'ক্তদের আ'ট'ক করা হয়।
স্থানীয় সূত্রে যানা যায়, ঘটনার ৮ দিনের মাথায় বন্ধু অন্তুকে ডেকে নিয়ে ওই মেয়েকে ধ'র্ষ'ণ করায়। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার পৌর সদরের খামারনাচকৈড় খোয়ারপাড়া এলাকায় প্রেমিক রাসেল ওই ছাত্রীকে ভ্যানে তুলে বাড়িতে পাঠানোর চেষ্টা করলে মেয়েটি চিৎ'কার করতে থাকে। চিৎ'কা'র শুনে প্রতিবেশীরা মেয়েটির প্রেমিক রাসেলকে গ'ণধো'লাই দিয়ে ওভয়কেই গুরুদাসপুর থানা পুলিশের কাছে সো'প'র্দ করে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাহারুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল থেকে প্রেমিক-প্রেমিকাকে আ'ট'ক করা হয়। দুই বন্ধু রাসেল এবং অন্তুকে জি'জ্ঞা'সাবাদের পর ঘটনার সত্যতা পাওয়া যায়। আজ শনিবার দুই বন্ধুকে ধ'র্ষ'ণ মামলায় নাটোর জেলখানায় প্রেরণ করা হয়েছে।