নাটোর: বগুড়ার নন্দীগ্রামে নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক এমপি ইয়াকুব আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী ইকবাল হোসেনকে (৪৫) পি'টিয়ে র'ক্তা'ক্ত করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নন্দীগ্রাম উপজেলার ২নং ইউনিয়নের রনবাঘা এলাকায় এ ঘ'ট'না ঘ'টে। এ ঘ'ট'নায় এলাকায় চ'রম ক্ষো'ভ ও উ'ত্তে'জনা বি'রাজ করছে।
স্থানীয় সূ'ত্রে জানা যায়, সন্ত্রাসী হাসেম, মুন্নাফ ও রবিউল আলম পূর্বপ'রিক'ল্পিতভাবে লো'হার র'ড, হা'তু'ড়ি ও দেশীয় ধা'রালো অ'স্ত্র নিয়ে ইকবাল হোসেনের ওপর আ'কস্মি'ক হা'মলা চা'লায়। ইকবালকে পি'টিয়ে র'ক্তা'ক্ত জ'খ'ম করে দ্রু'ত পা'লিয়ে যাওয়ার সময় সাধারণ জনতা বিষয়টি আঁ'চ করতে পেরে হা'মলাকারীদের আ'টক করে গ'ণধো'লাই দেন। পরে পুলিশে খবর দিলে নন্দীগ্রাম থানা পুলিশ ঘ'টনাস্থ'লে পৌঁছে হাসেম, মুন্নাফ ও রবিউলকে আট'ক করে থানায় নিয়ে যায়।
আহ'ত ইকবালকে ঘ'ট'নাস্থল থেকে তাৎ'ক্ষণিক উ'দ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে অব'স্থার অব'নতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিরিন আকতার সেতু বলেন, আহ'ত ব্যক্তির মাথার চা'ন্দি কে'টে বেশ ডি'প হয়েছে। এছাড়া হাত-পা ও শরীরে আ'ঘা'তের চি'হ্ন রয়েছে। তাকে বগুড়ায় পা'ঠানো হয়েছে।
এ বিষয়ে সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক বলেন, দু'র্বৃ'ত্তরা সামনের দিনের রাজনীতিকে ক'লু'ষিত করতে যে পরি'ক'ল্পনা হা'তে নিয়েছে এটা তারই প্রতিফ'লন।