বুধবার, ০৭ ডিসেম্বর, ২০১৬, ১০:৩৪:৪৯

নীলফামারী জেলার ১২শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাতিল

নীলফামারী জেলার ১২শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাতিল

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চালু না থাকায় নাম কর্তন করা হয়েছে। ৮টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৪টি ভকেশনাল/বিজনেস ম্যানেজমেন্ট কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের পিবিএম কার্যক্রম না থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের পিবিএম মডিউল থেকে নাম কর্তনের জন্য পাঠানো হয়েছে।

জেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম না থাকায় এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর চইগ কার্যক্রম না থাকায়  ৪টি ভকেশনাল/বিজনেস ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের নাম মডিউল থেকে কর্তন করার জন্য প্রেরণ করেছেন।
জেলার ৬ উপজেলার মধ্যে ডিমলা নতুন পাড়া বালিকা দাখিল মাদরাসা-১২৪৮১৫, পশ্চিম খড়িবাড়ী আয়শা খাতুন জুনিয়র বালিকা বিদ্যালয়-১২৪৭৯৫, ডোমার উপজেলায় মনির উদ্দিন সরকার স্মৃতি জুনিয়র বালিকা বিদ্যালয়-১২৪৮৬৬, উত্তর মটকপুর জনিয়র বিদ্যালয়-১২৪৮৬৯, শব্দিগঞ্জ জুনিয়র স্কুল-১২৪৮৭৪, মটুকপুর ভকেশনাল উচ্চ বিদ্যালয়-১৩২২৩৮, পশ্চিম হরিণচড়া ভকেশনাল উচ্চ বিদ্যালয়-১৩২২৫০, সাহেব পাড়া ভকেশনাল উচ্চ বিদ্যালয়-১৩২৮০৮, তালতলি টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ-১৩২৯৪৮, কিশোরগঞ্জের দলিরাম জুনিয়র বালিকা বিদ্যালয়-১২৫০২৩, চান্দখানা আদর্শ জুনিয়র বালিকা বিদ্যালয়-১২৫০১৯ এবং ডোমারের বামুনিয়া জুনিয়র বালিকা বিদ্যালয়-১২৪৮৬১ এর একই নামে দুইটি অন্তর্ভুক্ত থাকায় কর্তন করা হয়েছে।

নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা- শফিকুল ইসলাম জানান, যাচাই-বাছাই করে এই সকল প্রতিষ্ঠানের শিক্ষা পাঠদানের কার্যক্রম না থাকায় চইগ মডিউল থেকে নাম কর্তনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর পাঠানো হয়েছে।
০৭ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে