পূজায় বরাদ্দকৃত চাল নিয়ে সংঘর্ষ
নীলফামারী : দুর্গাপূজা উদযাপনের জন্য সরকারি বরাদ্দকৃত চাল নিয়ে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। পূজা উদযাপন কমিটির সঙ্গে স্থানীয় যুবলীগের কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সংঘর্ষে আহতরা হলেন- নকুল চন্দ্র (৩০), মিলন চন্দ্র (২৭), শিপন চন্দ্র (২৭), সজু চন্দ্র (১৪) ও বাবুল কিশোর (৩৭)।
জানা যায়, কিশোরগঞ্জ উপজেলায় ১৪০টি মন্দিরে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রতিটি মন্দিরে ৪শ’ ৮০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়। সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে পূজা উদযাপন কমিটি ও স্থানীয় যুবলীগের নেতাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ বাজার ও উপজেলা চত্বর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ