মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার বিকালে নীলফামারীর সৈয়দপুরে কয়েকটি বন্যা আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরনকালে বলেন, বন্যা দুর্গতদের দুর্দশা লাঘব না করে সুপ্রিম কোর্টের রায় নিয়ে রাজনীতি করছে সরকার।
বন্যা দুর্গতদের মাঝে যে ত্রাণ বিতরন করা হচ্ছে তা একেবারেই অপ্রতুল। দুর্গতদের পাশে দাড়িয়ে পর্যাপ্ত ত্রাণ বিতরন করে তাদের দুর্দশা লাঘব করা এই মুহুর্তে সরকারের উচিত। তা না করে প্রধান বিচারপতি দেয়া ষোড়শ সংশোধনীর রায়কে বাতিল করতে বিভিন্ন কুট-কৌশল অবলম্বন করছে সরকার। যা অত্যান্ত দূর্ভাগ্যজনক।
তিনি আজ সৈয়দপুরের কাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর মহাবিদ্যালয় ও বাশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের দুর্গতদের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করেন। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস