সেজদায় থাকা খাদেমকে কুপিয়ে হত্যার চেষ্টা
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  নীলফামারী প্রতিনিধি : ঢাকার হোসেনী দালানে হামলার পর এবার নীলফামারীর সৈয়দপুরে তাজিয়া কারবালার খাদেম মো. হাসনাইনের (৬০) ওপর হামলা চালানো হয়েছে। 
বৃহস্পতিবার মাগরিবের নামাজে সেজদায় থাকা খাদেমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।  গুরুতর আহত খাদেমকে প্রথমে সৈয়দপুর ১০০শ শয্যা হাসপাতালে নেয়া হয়।  পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।  তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 
তিনি শহরের গোলাহাট রেলওয়ে কলোনির মৃত গোলাম রসূলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা শহরের হাতিখানায় এলাকার অন্যতম তাজিয়ার কারবালার খাদেম মো. হাসনাইন (৬০) খোলা মাঠে একাই মাগরিবের নামাজ আদায় করছিলেন। এসময় সেজদারত অবস্থায় পেছন থেকে তার ঘারে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা।  পরে তার গোঙ্গানির আওয়াজ শুনে পাশের রাস্তার পথচারীরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। 
জানা গেছে, খবর পেয়ে থানার উপপরির্দশক (এসআই) মো. নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।  সেখানে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, কে বা কারা এ হামলা চালিয়েছে তা বলা যাচ্ছে না।  বিষয়টির তদন্ত শুরু হয়েছে।
১২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �