রবিবার, ০১ এপ্রিল, ২০১৮, ০৮:২৬:৪৫

'মা বাবা আমাকে ক্ষমা করো, তোদেরকে ছেড়ে চলে গেলাম আমার ভালোবাসার কারণে'

'মা বাবা আমাকে ক্ষমা করো, তোদেরকে ছেড়ে চলে গেলাম আমার ভালোবাসার কারণে'

ডিমলা (নীলফামারী): “মা বাবা আমাকে ক্ষমা করো, তোদেরকে ছেড়ে চলে গেলাম আমার ভালোবাসার কারণে। আমার ভালোবাসার নাম কামরুল হাসান লালন। বাড়ি, মুকুলের ডাঙ্গা ভাটিয়া পাড়া। ইতি, তোমাদের মেয়ে-ফজলী আক্তার রিয়া মনি” ।

প্রেমে প্রতারিত হয়ে এমনি সুইসাইড নোট লিখে রেখে বিষ পান করে আত্মহত্যা করেছেন কলেজছাত্রী ফজলী আক্তার (১৭)। তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিন বালাপাড়া (ভাটিয়াপাড়া) গ্রামের ফজল ইসলামের মেয়ে ও উপজেলার পশ্চিম ছাতনাই মহিলা মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৫টার ওই গ্রামে তার নিজ বাড়িতে। খবর পেয়ে পুলিশ গভীর রাতে লাশ উদ্ধার করে আজ রোববার ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহতের মা হালিমা খাতুন জানান, শনিবার বিকেলে মেয়ে ফজলীকে সাথে নিয়ে বাড়ির পাশে ক্ষেতে মরিচ ছিড়তে যান। একটু পরে মেয়ে আছরের নামাজ পড়ার কথা বলে বাড়িতে এসে বিষ পান করে। পরে তাকে অটোবাইক যোগে ডিমলা হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

তবে মেয়েটির লেখা সুইসাইড নোট ও মুঠোফোনের কল রেকর্ড ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল হক ভুইয়ার বক্তব্যে জানা গেছে, উপজেলার বালাপাড়া দক্ষিণ সুন্দর খাতা (মুকুলের ডাঙ্গার) গ্রামের কামরুল হাসান লালন নামের এক বিবাহিত যুবক নিজের স্ত্রী-সন্তান থাকার বিষয়টি গোপন রেখে দীর্ঘ দিন ধরে ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ছাত্রীটি ওই প্রতারক প্রেমিকের স্ত্রী-সন্তান রয়েছে। এটা জানতে পেরে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয় বলে, স্থানীয়দেরও অভিযোগ।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে