সোমবার, ০২ এপ্রিল, ২০১৮, ০২:৫৫:২১

প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যা করা তরুণী চিরকুটে যা লিখে গেলেন

প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যা করা তরুণী চিরকুটে যা লিখে গেলেন

নীলফামারী: প্রেমে প্রতারিত হয়ে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে এক কলেজ শিক্ষার্থী। নীলফামারীর ডিমলা উপজেলার  বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়ার ভাটিয়া পাড়ার গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রোববার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যা করা তরুণী চিরকুটে যা লিখে গেলেন তা অবাক করবে।
    
নিহত ফজলী আক্তার (১৭) ওই এলাকার ফজল ইসলামের মেয়ে ও উপজেলার পশ্চিম ছাতনাই মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী। আত্মহত্যার আগে এক চিরকুটে ওই তরুণী লেখেন, মা বাবা আমাকে ক্ষমা করো, তোদেরকে ছেড়ে চলে গেলাম আমার ভালোবাসার কারণে! আমার ভালোবাসার নাম কামরুল হাসান লালন। বাড়ি মুকুলের ডাঙ্গা ভাটিয়া পাড়া। ইতি, তোমাদের মেয়ে -ফজলী আক্তার রিয়া মনি।

নিহতের মা হালিমা খাতুন জানান, শনিবার মেয়ে ফজলীকে সঙ্গে নিয়ে তিনি ক্ষেতে মরিচ তুলছিলেন । বিকালে মাকে ক্ষেতে রেখেই মেয়ে নামাজ পড়ার কথা বলে নিজ বাড়িতে এসে কীটনাশক পানে আত্মহত্যা করেন। বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল হক ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, একই ইউনিয়নের মুকুল ডাঙ্গার কামরুল হাসান লালন বিয়ের কথা গোপন রেখে দীর্ঘদিন আগে ওই ছাত্রীটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে ওই তরুণী জানতে পারেন, কামরুল বিবাহিত এবং তার সন্তান রয়েছে। এ ঘটনায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেঁচে নেন তিনি।

তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন। এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান তিনি।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে