নীলফামারী: নীলফামারী-২ (সদর) আসনে আবারও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী আসাদুজ্জামান নূর।
তিনি ভোট পেয়েছেন এক লাখ ৭৭ হাজার ৬৫৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে মনিরুজ্জামান মন্টু পেয়েছেন ৭৯ হাজার ৪৮৪টি। যদিও তিনি আজ দুপুর ১টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে ৯৮,১৭৩ ভোট বেশি পেয়ে জয় পান আসাদুজ্জামান নূর।
রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর ভোট গণনা শেষে সংশ্লিষ্ট সূত্র বেসরকারিভাবে এ ফলাফল জানিয়েছে।
সন্ধ্যা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজিয়া শিরিন বেসরকারিভাবে আসাদুজ্জামান নূরকে নির্বাচিত ঘোষণা করেন।
নীলফামারী-২ আসনের মহাজোটের প্রার্থী আসাদুজ্জামান নূর সকাল সোয়া ১০টার দিকে বাসার পাশেই উদয়ন বিদ্যাপীঠ কেন্দ্রে তিনি ভোট দেন।
নীলফামারী-২ (সদর) মোট ভোটার তিন লাখ ১১ হাজার ৬৯৯ জন। পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৯৪০ ও নারী ভোটার এক লাখ ৫৫ হাজার ২০৯ জন। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী চারজন।