মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯, ০৪:৩৭:৫৩

বিএনপির শাসনামলে ১০ হাজার কর্মচারিকে চাকরিচ্যুত করা হয়েছে: রেলমন্ত্রী

বিএনপির শাসনামলে ১০ হাজার কর্মচারিকে চাকরিচ্যুত করা হয়েছে: রেলমন্ত্রী

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করে রেলপথকে জনবান্ধন করার কথা জানিয়েছেন নবনিযুক্ত রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার দুপুরে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। 

বিএনপির শাসনামলে গোল্ডেন হ্যান্ডশেকের নামে এক সাথে ১০ হাজার কর্মচারিকে চাকরিচ্যুত করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, মৃত প্রায় রেলকে বাঁচাতে পৃথক রেল মন্ত্রণালয় গঠন করে বিগত সাত বছরে রেলের উন্নয়নে প্রায় ৩৯ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। রেলপথে যাত্রী সেবার মানোন্নয়নে যমুনা নদীর উপর নতুন একটি রেলসেতু করার পরিকল্পনাও নিয়েছে সরকার। এর ফলে যমুনা সেতুর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর ঝুঁকি কমবে এবং সেবার মান আরো বাড়বে উত্তরাঞ্চলের যাত্রীদের।
 
নুরুল ইসলাম সুজন বলেন, বঙ্গবন্ধু সেতুর কিনারা দিয়ে রেললাইন স্থাপন করায় ওই পথে ঝুঁকির সম্ভাবনা তৈরি হয়েছে। এ জন্য বঙ্গবন্ধু সেতুর পাশে যমুনা নদীর উজানে একটি রেলসেতু করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। 

তিনি আরও বলেন, বৃটিশ আমলে স্থাপিত নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানাকে সচল ও আধুনিকায়ন করতে মিনি ওয়ার্কশপ স্থাপন করা হচ্ছে এবং দ্রুত জনবল নিয়োগ করা হবে। 
মন্ত্রী বলেন, সারাদেশে রেলপথকে জেগে তুলতে জনবল সংকট নিরসন, নতুন বগি সংযোগ, ইঞ্জিন ক্রয়, রেললাইন সম্প্রসারণ, প্ল্যাটফর্ম সংস্কার ও সম্প্রসারণ এবং পয়ঃনিষ্কাশন ও সুপেয় পানি সরবরাহের জন্য প্রকল্প হাতে নেয়া হবে। 

এ সময় জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ উপস্থিত ছিলেন। পরে রেলওয়ে কারখানার সম্মেলন কক্ষে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে