বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯, ০৯:৩২:০৪

ভালোবাসা দিবসে সড়কে থাকা ছিন্নমূল ও সুবিধাবঞ্চিতদের খাদ্য, পোশাক ও ফুল উপহার

  ভালোবাসা দিবসে সড়কে থাকা ছিন্নমূল ও সুবিধাবঞ্চিতদের খাদ্য, পোশাক ও ফুল উপহার

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ভালোবাসা দিবসে সড়কে থাকা ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত বিভিন্ন বয়সীদের খাদ্য, পোশাক ও ফুল উপহার দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার  (১৩ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে এ ব্যতিক্রমী কর্মসূচি পালন করে‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।

এ সংগঠনের সদস্যরা খাবার, কাপড়, ফুল ও অন্যান্য উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন সড়কের পাশে থাকা দুস্থদের। আর হাত বাড়িয়ে আনন্দের সাথে তা গ্রহণ করছেন অসহায় মানুষেরা। পুরোদিনটি এভাবেই ভালোবাসার ফেরিওয়ালা সেজে এসব বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।

জানা যায়, সৈয়দপুরের এ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা দুটি গোলাপ ফুলের দাম একুত্রিত করে। সেই টাকা দিয়ে ব্যতিক্রম এই আয়োজন করা হয়। মমতার ফেরিওয়ালা ব্যানারে নিয়ে এদিন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’র এসরার আহমেদ, খালিদ আজম, নওশাদ আনসারী, সাজিদ সাজু, জীবন, আলমগীর, সৈয়্যদ মোস্তাকিম, সোহেল, রকি, রাজা, সোহাগ, ইব্রাহিম ও আমিরসহ অন্যান্য সদস্যরা সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত শহরের কয়াগোলাহাট, ধলাগাছ, জসিম বাজার ও ধলাগাছ মাদ্রাসায় শতাধিক অসহায় শিশুদের মাঝে গিয়ে প্যাকেটজাত ওই বিরিয়ানির প্যাকেট বিতরণ করেন। সাথে বিভিন্ন আলোচনার মাধ্যমে দেয়া হয় দেশপ্রেমের দীক্ষা।

এ নিয়ে ধলাগাছ এলাকায় শিশুদের নিয়ে দেশকে জানো কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয। পরে বিজয়ীদের মাঝে পোশাক পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক নওশাদ আনসারী জানান, আমরা ৫০ টাকার গোলাপ ফুল না কিনে পকেট খরচের সে টাকায় প্রতি বছর অসহায়দের খাবারের ব্যবস্থা করি। মূলত ভালোবাসার আসল বোধটা তুলে ধরতেই এ প্রয়াসে প্রতি বছর আমরা পালন করি।

সংগঠনের অন্যান্য সদস্যরা জানান, সংগঠনের স্বপ্ন ছিল অসহায়দের পাশে দাঁড়িয়ে প্রকৃত ভালোবাসা সবার মাঝে তুলে ধরার। কিছুটা হলেও সমাজকে আমরা এই বার্তা দিতে পেরেছি।

আর এভাবে প্রতি বছর তারা ভালোবাসা দিবসটি অসহায়দের জন্য উৎসর্গ করে আসছে মমতার ফেরিওয়ালারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে