নীলফামারী : নীলফামারীতে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনবাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, ‘বাংলাদেশের মানুষের আয়-উন্নতি দেখে আমি অভিভূত হয়েছি। বাংলাদেশের মানুষ এখন নিজের পায়ে দাঁড়িয়েছে ও তাদের ক্রয়ক্ষমতা বেড়েছে। বাসাবাড়িতে টিউবয়েল, স্বাস্থ্যসম্মত পায়খানা, টিনের ঘর, ফসলি জমি ও তাদের উন্নত জীবনমান দেখে আমি অভিভূত।
যে মানুষটি এক সময় একবেলা খেতে পারতো না তারা আজ উন্নত জীবন যাপন করছে। ছেলেমেয়েকে লেখাপড়া শিখিয়ে সুখী সমৃদ্ধ জীবন গড়ে তুলছে। আধুনিক বিজ্ঞানকে কাজে লাগিয়ে চাষাবাদ ও নানা কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিকভাবে এগিয়েছে।’
নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের দুহুলী পূর্বপাড়া গ্রামে হতদরিদ্র পরিবারগুলোর বর্তমান অর্থনৈতিক অবস্থা ঘুরে দেখার পর রবার্ট ডিকসন এসব কথা বলেন। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে ওই ইউনিয়নে ব্র্যাকের (আল্ট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগামের) হতদরিদ্র পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের চিত্র ঘুরে দেখেন তিনি।