নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ বলেছেন, ‘মুক্তিযো'দ্ধা ভাতা নিলে অবশ্যই আওয়ামী লীগ করতে হবে। তা না হলে মুক্তিযো'দ্ধা ভাতা নেওয়া বন্ধ করেন ও সার্টিফিকেট ফেরত দেন। কেননা মুক্তিযো'দ্ধা হয়ে মুক্তিযো'দ্ধা ভাতা নেবেন আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির হয়ে রাজনীতি করবেন, তা হতে দেওয়া হবে না।’
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শীতার্তদের মধ্যে কম্বল ও শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় বাবু নির্মল রঞ্জন গুহ বলেন, ‘সারাদেশে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের সোচ্চার হতে হবে। তাহলেই দেশ এগিয়ে যেতে পারবে। নতুবা এই স্বাধীনতা বিরোধীরা সরকারি সুবিধা নিয়ে সরকারের বিরুদ্ধেই কাজ করবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাফিউল করিম নাফা, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আজিম।-বাংলা ট্রিবিউন