আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের পরের দিনই কে'টে নেওয়া হল নতুন বরের পুরু'ষাঙ্গ। এমনই নৃ'শং'স ও ম'র্মা'ন্তিক ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুরে। শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে হঠাত্ই নি'খোঁ'জ হয়ে যায় নতুন বর নুর আলম সবুজ। পরে প্রায় মাঝরাতে র'ক্তা'ক্ত অচৈ'তন্য অবস্থায় উ'দ্ধার করা হয় তাকে।
হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, তার উপর হামলা চালিয়ে কে'টে নেওয়া হয়েছে তার পুরুষা'ঙ্গ। নুরের সঙ্গে বিয়ে হয় হাজিপাড়ার রিজভীর। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের সুবাদে ছেলের বাড়ির আ'প'ত্তি সত্ত্বেও বিয়ে হয় দু'জনের। তবে বিয়ের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ছেলের জীবনে নেমে এলো অ'ন্ধকার। জানা গিয়েছে, বিয়ের পরের দিন রিজভীর বাড়িতে খাওয়ার অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার জন্য বেরোয় নূর।
প্রায় ঘণ্টা দুয়েক পরে স্থানীয়রা তাকে নিজের বাড়ি থেকে ৫০০ গজ দূরে নালার পাশ থেকে অচৈ'তন্য, র'ক্তা'ক্ত অবস্থায় উ'দ্ধার করে। আশ'ঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন নূর। দু'র্বৃ'ত্তরা হা'মলা চালালেও তার কাছ থেকে কিছু খো'য়া যায়নি। পরিবারের অনুমান, নারী'ঘটিত কোনও কারণ বা প্র'তিহিং'সার কারণেই কে'টে নেওয়া হয়েছে নতুন বরের পুরুষা'ঙ্গ।
জানা গেছে, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ পশ্চিমপাড়ার এলাকার মোহাম্মদ আলীর ছেলে নুর আলম সবুজ। তিনি সরকারি একটি প্রতিষ্ঠানে কেয়ারটেকার হিসেবে কর্মরত। তিনি পরিবারের সদস্যদের অজান্তে গত ২১ জানুয়ারি একই ইউনিয়নের কামারাপুকুর আইসঢাল হাজীপাড়ার মো. রেজাউল করিমের কলেজ পড়ুয়া মেয়ে রেজভী এলায়েজ জান্নাতিকে বিয়ে করেন।
নববধূ রিজভী ও তার মা উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোছা. সেলিনা বেগমকে বৃহস্পতিবার সৈয়দপুর থানায় এনে ঘটনার বিষয়ে জিজ্ঞা'সাবাদ করা হয়। এ বিষয়ে তারাও কোনো কিছুই বলতে পারছেন না। সৈয়দপুর থানার অফিসার ইন'চার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান জানান, এ ঘটনায় লিখিত কোনো অভিযো'গ পায়নি। তবে ঘটনাটি তদ'ন্ত করে দেখা হচ্ছে।