নীলফামারী : করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করে অনন্য নজির স্থাপন করেছে ভ্যানচালক শফিকুল ইসলাম বল্টু। বুধবার নিজের সঞ্চিত অর্থ থেকে এলাকার কর্মহীন মানুষের হাতে তুলে দিয়েছেন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রি।
নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিছামত দোগছি এলাকার ভ্যানচালক শফিকুল ইসলাম বল্টু। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে তিনি। সরকারী সাধারণ ছুটি থাকার কারনে এখন প্রতিদিন ৪ থেকে ৫শত টাকা করে আয় হয়। সেই টাকায় সংসার চালিয়ে কিছু টাকা ঈদের খরচের জন্য সঞ্চয় করেন তিনি। সেই টাকা থেকে এলাকার কর্মহীন ১০০ মানুষের হাতে নিজে গিয়ে তুলে দেন আটা, চাউল ও আলু।
শফিকুল ইসলাম বল্টু জানান, করোনায় আয় কমে গেছে। ভ্যান চালিয়ে পরিবারের ভরণ পোষণ শেষে কিছু টাকা ঈদের জন্য জমা করি। কিন্তু আমার চেয়েও এলাকায় অনেক কর্মহীন মানুষ না খেয়ে আছে। তাই ওই টাকা দিয়ে তাদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করি।