সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪০:৩৭

শত শত মানুষ ছুটে এসে দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীদের উদ্ধার করে

শত শত মানুষ ছুটে এসে দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীদের উদ্ধার করে

নীলফামারীর সৈয়দপুরে অল্পের জন্য বেঁচে গেল প্রায় ৩০ জন যাত্রীর প্রাণ। চলন্ত বাসের পেছনের চারটি চাকা খুলে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার সকালে সৈয়দপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নীলফামারীর রামগঞ্জ থেকে সৈয়দপুর হয়ে ৩০ জন যাত্রী নিয়ে রংপুরের উদ্দেশে ছেড়ে আসে ভাই ভাই পরিবহনের একটি বাস। কামারপুকুর স্বাদুপানি গবেষণা কেন্দ্রের সামনে পেছনের চারটি চাকা খুলে গিয়ে বাসটি রাস্তায় থেমে যায়। তবে এতে কেউ আহত বা নিহত হননি।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ছুটে এসে দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীদের উদ্ধার করে।

ভাই ভাই পরিবহনের চালক রফিকুল বলেন, বাসটি যখন কামারপুকুর স্বাদুপানি গবেষণা কেন্দ্রের সামনে তখন কিছু বুঝে ওঠার আগেই বাসটি বন্ধ হয়ে যায়। তখন দেখি বাসটির পিছনের অংশ রাস্তায় বসে গেছে আর চাকাগুলো রাস্তায় পড়ে আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে