নীলফামারী প্রতিনিধি : নীলফামারী সদর উপজেলার ১নং চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টুর বিরুদ্ধে মামলার ভয়ভীতি দেখিয়ে ভিক্ষুকদের বসতবাড়ির ওপর কর আদায়ের অভিযোগ উঠেছে।
ইউপি চেয়ারম্যানের এ সিদ্ধান্তের প্রতিবাদে দুদিন ধরে বিক্ষোভ করছে বরগাছাবাসী।
শনিবার দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তারা। এ সময় অসহায় ভূমিহীন পরিবারের সদস্যদের কাছ থেকে আদায়কৃত অর্থ ফেরত চেয়ে স্লোগান দেন তারা।
তারা জানান, দেড় মাস ধরে চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টুর লোকজন বসতবাড়ির ওপর ট্যাক্স তুলছেন। যখন যার কাছ থেকে যা পাচ্ছেন তাই আদায় করছেন।
স্থানীয়রা জানান, যারা টাকা আদায় করছেন তারা ইউনিয়ন পরিষদের অধীনস্থ কেউ নন। অপরিচিত লোকজন হামলা-মামলার হুমকি দিয়ে টাকা আদায় করেছেন। ভিজিডি, ভিজিএফের আওতায় যারা রয়েছেন তাদের কাছ থেকে ৫০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।
তারা জানান, অসংখ্য অসহায় ভূমিহীনের কাছ থেকে বসতবাড়ির ওপর কর আদায় করা হয়েছে।
তবে অভিযুক্ত চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু গণমাধ্যমকে বলেন, আমার আগে কোনো চেয়ারম্যান এভাবে জনগণকে রেজিস্টারভুক্ত করেনি। আমিই প্রথম এ উদ্যোগ নিই। সেখানেও দেখলাম যত বদনাম!
বসতবাড়ির ওপর কর আদায়ের নির্দেশ আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ইউনিয়নের উন্নয়নের স্বার্থে করা হয়েছে। তবে মাইকিং করে টাকা তোলা হয়েছে, কারো অগোচরে নয়।
ভিক্ষুক ও অসহায়দের কাছ থেকে কর আদায়ের অভিযোগের বিষয়ে চেয়ারম্যান বলেন, দুই মাসের জন্য কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থা নামে একটি এনজিও'র সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কর আদায় করা হয়েছে।
তিনি বলেন, ২০১১ সালে মে মাসে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখনো সব কাজ শেষ হয়নি। ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডে কর আদায় হয়েছে। আদায়কৃত টাকা কৃষি ব্যাংকের ২০৩০০ হিসাব নম্বরে রাখা হয়েছে বলে জানান তিনি।
১৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম